Tuesday, May 14, 2019

তোমার ঘরে

তোমার ঘরে  Capo 2
G                           C
তোমার ঘরে বাস করে কারা  ও মন জান না,
Em                          G  
তোমার ঘরে বসত করে কয় জনা, মন জান না
Em                          G
তোমার ঘরে বসত করে কয় জনা
G                                      C
এক জনায় ছবি আঁকে এক মনে,  ও রে মন
                  Em
আরেক জনায় বসে বসে রংমাখে, ও রে মন
            G                         Em          G (Em)                                    
ও আবার সেই ছবিখান নষ্ট করে কোন জনা,কোন জনা (২)
Em                               G
তোমার ঘরে বসত করে কয় জনা
Solo: G Em // G Em // G C
এক জনায় সুর তোলে এক তারে,
ও মন, আরেক জন মন্দিরাতে তাল তোলে
ও আবার বেসুরো সুর ধরে দেখো
কোন জনা, কোন জনা (২)
তোমর ঘরে বসত করে কয় জনা


রস খাইয়া হইয়া মাতাল, ঐ দেখো
হাত ফসকে যায় ঘোড়ার লাগাম
সেই লাগাম খানা ধরে দেখো
কোন জনা, কোন জনা (২)
তোমার ঘরে বসত করে কয় জনা

ঘাটে লাগাইয়া ডিঙ্গা

ঘাটে লাগাইয়া ডিঙ্গা (capo 3)
D                         Bm
ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও
A
বাঁশী আল্লাহর দোহায়
A                          Bm   
এ পরানের বিনিময় তোমার পরাণ দিও হাসি
G
আল্লাহর দোহায় (২)
D                   Bm
ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও
A
আল্লাহর দোহায়।

ও ও বাঁশী,  
D                     Bm
বানের টানে টানে, আইসো আমার পাণে
A                      Bm                    G
মধু লাগাইও মনে, মজিও পানের গুনে, আসিও (২)
                                Bm                     
আমার রঙ্গে পানের রঙ্গে, রাঙ্গা হইও, রাঙ্গা হইও, বাঁশী
G
আল্লাহর দোহায়
D                         Bm
ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও বাঁশি
A
আল্লাহর দোহায়।
Solo 1: D Bm Bm G Bm A // Bm G    D
ও ও বাঁশী,
ঘাটে আসিও, পিড়ি পেতে দেব, পাশে বসাব
মুখেতে পান দিব, দিব রে (২)
অন্যের হাতের পান ছাইড়া, আমার হাতের পান খাইয়ো
আল্লাহর দোহায় .
এ পরাণের বিনিময়ে তোমার পরাণ দিও হাসি আল্লার দোহায় .
ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও বাঁশি  
আল্লাহর দোহায়।
Solo 2: D Bm D Bm A A D Bm
ও ও বাঁশী,
নাহি পান পানি, দিনের পাখানি আছে
জগতে জানি, আসিও গুল মনি, আসিও।।
তিন রসেতে ডুইবা তুমি তিনের অধিকারী  
তিনের অধিকারী হইও আল্লার দোহায়
এ পরাণের বিনিময়ে তোমার পরাণ দিও হাসি আল্লার দোহায়
ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও
আল্লাহর দোহায়....

হৃদ মাঝারে

হৃদ মাঝারে  
             A        D           C#m  
বলি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না
             A         D           C#m
বলি ছেড়ে দিলে সোনার গৌড় আর তো পাবো না
A
না না না ছেড়ে দেবো না।
A          D             C#m          A
"তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না "(২)
A                                  D         A            D(A)ভূবনো মোহনো গোরা, কত মণিজনার মনোহরা // মণিজনার মনোহরা
 F#m             D                 C#m
জয় রাধার নামে পাগল হয়ে থাকব মগোনা (২)
A
না না না ছেড়ে দেবো না।
A              D                  C#m        A
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না
A              D                  C#m        A
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।
Solo1: A C#m A //  A  C#m  D //
F#m D  C   A
"যাবো ব্রজের কুলি কুলি"  
D          A
মাখবো ব্রজের পদধুলি (২)
F#m                D                C#m
এবার নয়নে নয়ন দিয়া আর তো ফিরবো না  (২)
A
না না না ছেড়ে দেবো না।
A              D                    C#m         A
তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না (২)
Solo 2: A A A D x2
A                                 D                              A
কত লক্ষ যোনি ভ্রমণ করে, সাধের মানব জনম পেয়েছি রে
    F#m                D              C#m
দ্বিজ দাসের এই ভাবনা মানব জনম আর হবে না।
A
এখন ভজলে হরি বংশি ধারী নির্দয় হইয়ো না (২)
A
না না না ...না না না ...না না না ছেড়ে দেবো না।

সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর

সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর
A               D
সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর
G            A           D         (A)     G         
ও মন রে ঘুণে করলো জড়ো জড় (হায় মনরে)
A                    D                       G
ও আমি কি করে বাস করিব এই ঘরে রে
G       A
হায়রে তুই সে আমার মন
A             D             G
মন তোরে পারলাম না বুঝাইতে রে
G            A
হায়রে তুই সে আমার মন
Solo1:
A                D
তিন তক্তার এ নৌকা খানি
G          A         D        G        
ও মনরে গাঙে গাঙে চুয়ায় পানি (ও মনরে) (২)
A                   D          G      
ও আমি কি করে সেঁচিবো নৌকার পানিরে
G            A
হায়রে তুই সে আমার মন
A           D            G
মন তোরে পারলাম না বুঝাইতে রে
G               A
হায়রে তুই সে আমার মন
Solo 2: A D D D D D A
A              D
আসি রাইতে ভবের মাঝারে
G          A          D       G   
ও মনরে স্বপ্ন দেইখা রইলি ভুলে (হায় মনরে) (২)
A             D           G
ও আমার এই স্বপন কি মি থ্যা হইতে পারে রে (২)
G               A
হায়রে ,তুই সে আমার মন

মন তোরে পারলাম না বুঝাইতে রে
হায়রে তুই সে আমার মন