Tuesday, May 14, 2019

ঘাটে লাগাইয়া ডিঙ্গা

ঘাটে লাগাইয়া ডিঙ্গা (capo 3)
D                         Bm
ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও
A
বাঁশী আল্লাহর দোহায়
A                          Bm   
এ পরানের বিনিময় তোমার পরাণ দিও হাসি
G
আল্লাহর দোহায় (২)
D                   Bm
ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও
A
আল্লাহর দোহায়।

ও ও বাঁশী,  
D                     Bm
বানের টানে টানে, আইসো আমার পাণে
A                      Bm                    G
মধু লাগাইও মনে, মজিও পানের গুনে, আসিও (২)
                                Bm                     
আমার রঙ্গে পানের রঙ্গে, রাঙ্গা হইও, রাঙ্গা হইও, বাঁশী
G
আল্লাহর দোহায়
D                         Bm
ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও বাঁশি
A
আল্লাহর দোহায়।
Solo 1: D Bm Bm G Bm A // Bm G    D
ও ও বাঁশী,
ঘাটে আসিও, পিড়ি পেতে দেব, পাশে বসাব
মুখেতে পান দিব, দিব রে (২)
অন্যের হাতের পান ছাইড়া, আমার হাতের পান খাইয়ো
আল্লাহর দোহায় .
এ পরাণের বিনিময়ে তোমার পরাণ দিও হাসি আল্লার দোহায় .
ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও বাঁশি  
আল্লাহর দোহায়।
Solo 2: D Bm D Bm A A D Bm
ও ও বাঁশী,
নাহি পান পানি, দিনের পাখানি আছে
জগতে জানি, আসিও গুল মনি, আসিও।।
তিন রসেতে ডুইবা তুমি তিনের অধিকারী  
তিনের অধিকারী হইও আল্লার দোহায়
এ পরাণের বিনিময়ে তোমার পরাণ দিও হাসি আল্লার দোহায়
ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও
আল্লাহর দোহায়....

No comments:

Post a Comment