Tuesday, May 14, 2019

সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর

সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর
A               D
সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর
G            A           D         (A)     G         
ও মন রে ঘুণে করলো জড়ো জড় (হায় মনরে)
A                    D                       G
ও আমি কি করে বাস করিব এই ঘরে রে
G       A
হায়রে তুই সে আমার মন
A             D             G
মন তোরে পারলাম না বুঝাইতে রে
G            A
হায়রে তুই সে আমার মন
Solo1:
A                D
তিন তক্তার এ নৌকা খানি
G          A         D        G        
ও মনরে গাঙে গাঙে চুয়ায় পানি (ও মনরে) (২)
A                   D          G      
ও আমি কি করে সেঁচিবো নৌকার পানিরে
G            A
হায়রে তুই সে আমার মন
A           D            G
মন তোরে পারলাম না বুঝাইতে রে
G               A
হায়রে তুই সে আমার মন
Solo 2: A D D D D D A
A              D
আসি রাইতে ভবের মাঝারে
G          A          D       G   
ও মনরে স্বপ্ন দেইখা রইলি ভুলে (হায় মনরে) (২)
A             D           G
ও আমার এই স্বপন কি মি থ্যা হইতে পারে রে (২)
G               A
হায়রে ,তুই সে আমার মন

মন তোরে পারলাম না বুঝাইতে রে
হায়রে তুই সে আমার মন

No comments:

Post a Comment